Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

            বিদ্যুতের উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের গুরু দায়িত্ব নিয়ে এক সমন্বিত শক্তিরুপে ১৯৭২ সালের ১ মে কার্যক্রম শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তৎকালীন ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি (ওয়াপদা) বিভক্ত হয়ে রাষ্ট্রপতির আদেশ বলে (ধারা ৫৯) এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

            গত চার দশক ধরে বাংলাদেশের জণগনের সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটি তার উৎপাদন ক্ষমতা ১৯৭২ সালের মাত্র ২০০ মেগাওয়াট থেকে ডিসেম্বর ২০১৩ পর্যন্ত ১০২৬৪ মেগাওয়াটে উন্নীত করেছে। একই সাথে যুক্ত করেছে বহুমুখী গ্রাহক সেবা।

দপ্তরের প্রধান: নির্বাহী প্রকৌশলী,বিক্রয় ও বতিরণ বিভাগ-১, বিউবো,শাসনগাছা, কুমিল্লা।

বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো,শাসনগাছা, কুমিল্লার বর্তমান গ্রাহক সংখ্যা : ৪৪,৪০৫ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত (প্রায়)।